বগুড়ায় পাঁচজনসহ সড়ক দুর্ঘটনায় নিহত ১১

Passenger Voice    |    ১০:৫৭ এএম, ২০২৪-০৪-০৭


বগুড়ায় পাঁচজনসহ সড়ক দুর্ঘটনায় নিহত ১১

বগুড়ায় বাসের ধাক্কায় প্রাইভেট কারে থাকা চারজন এবং ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন। এছাড়া নাটোর, চট্টগ্রাম, সিলেট ও সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় আরো ছয়জনের প্রাণহানি হয়েছে। গতকাল দিনের বিভিন্ন সময় ও আগের দিন রাতে এসব দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।

বগুড়া: জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কয়েকজন সদস্য একটি প্রাইভেট কারে নওগাঁর দিকে যাচ্ছিলেন। গতকাল সকাল সাড়ে ১০টায় বগুড়া-নওগাঁ সড়কের এরুলিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে একটি বাস প্রাইভেট কারটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই প্রাইভেট কারের চালকসহ তিন যাত্রী মারা যান। দুজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে আরো একজন মারা যান।

নিহতরা হলেন বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সহসাধারণ সম্পাদক ফাইন হোসেন মণ্ডল (৫৫), শহরের নিশিন্দারা মণ্ডলপাড়ার বাসিন্দা আব্দুল হান্নান (৪৫), পালশা মহল্লার বাসিন্দা আলমগীর হোসেন (৪২)। আরেকজনের পরিচয় জানা যায়নি।

অন্যদিকে গত শুক্রবার রাতে শিবগঞ্জ উপজেলার নাওডুবি গ্রাম থেকে মোটরসাইকেল চালিয়ে বগুড়া শহরের বাসায় ফিরছিলেন কলেজ শিক্ষক আবদুর রাজ্জাক। পথে কাহালু উপজেলার পাগলাপীর নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়েন তিনি। শহরের কলোনি এলাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে মারা যান তিনি। আবদুর রাজ্জাক জয়পুরহাটের কালাই সরকারি মহিলা ডিগ্রি কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন।

নাটোর: নলডাঙ্গায় মাইক্রোবাসের ধাক্কায় ভ্যানে থাকা জিয়াউর রহমান (৪৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সকাল ৬টার দিকে পশ্চিম সোনাপাতিলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হন ভ্যানচালক জামিল (৩০)। জিয়াউর উপজেলার হলুদঘর পশ্চিম পাড়ার রহমতুল্লাহর ছেলে।

নলডাঙ্গা থানার ওসি মনোয়ারুজ্জামান জানান, নলডাঙ্গা পৌর শহরের সোনাপাতিল মহল্লায় ব্যাটারিচালিত ভ্যানটিকে ধাক্কা দেয় মাইক্রোবাস। এ সময় জিয়াউর রহমান ছিটকে রাস্তায় পড়ে যান। পরে মাইক্রোবাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চট্টগ্রাম: বোয়ালখালীতে ডাম্পিং ট্রাকের ধাক্কায় আবদুল নবী নামে (৭০) এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল দুপুর ১২টার দিকে বোয়ালখালী থানার কালিহাটে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুল নবী বোয়ালখালী থানার আহলা করলডেঙ্গা ইউনিয়নের গাজীপাড়ার মৃত সৈয়দ খানের ছেলে।

অন্যদিকে সীতাকুণ্ড উপজেলায় লেগুনার চাপায় রোকসানা আক্তার পারুল (৩০) নামে এক নারী নিহত হয়েছেন। গতকাল বেলা সকাল ১১টার দিকে উপজেলার পৌরসভা মহাসড়কের দক্ষিণ বাইপাসে এ দুর্ঘটনা ঘটে।

সিলেট: পিকআপ ও প্রাইভেট কারের সংঘর্ষে সিলেট-তামাবিল মহাসড়কে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুজন আহত হয়েছেন। গতকাল ভোর ৪টায় জৈন্তাপুর উপজেলার দামড়ী ব্রিজ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোছাব্বির আহমদ (৪৫) উপজেলার দরবস্ত ইউনিয়নের ডেমা গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

সুনামগঞ্জ: শান্তিগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দাদি-নাতনি নিহত হয়েছেন। গত শুক্রবার রাতে উপজেলার জয়কলস ইউনিয়নের গাগলীতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন দিরাই উপজেলার তলবাউশি গ্রামের বাসিন্দা শামসুন্নাহার বেগম (৬৫) ও একই গ্রামের বাসিন্দা জান্নাত (১৩)। সম্পর্কে তারা দাদি-নাতনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে সুনামগঞ্জ থেকে মোটরসাইকেলে দিরাই উপজেলায় যাচ্ছিলেন শামসুন্নাহার ও জান্নাত। মোটরসাইকেলটিতে চার আরোহী ছিলেন। পথে বৃষ্টি শুরু হলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় জয়কলস ইউনিয়নের গাগলীতে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন শামসুন্নাহার বেগম। মোটরসাইকেলের অন্য আরোহীদের সুনামগঞ্জ ২৫০ শয্যার সদর হাসপাতালে নিয়ে গেলে জান্নাতও মারা যায়।

প্যা/ভ/ম